মো: আ: রব এবং মো:দিয়ানত আলী দুজন ভাল বন্ধু ছিল। ১৯৭১ সালে বাংলাদেশে যখন যুদ্ধু শুরু হয় তখন তারা
দেশের টানে দেশ বাচাতে মা-বোনের ইজ্জত রক্ষা করতে স্বাধীনতা যুদ্ধে যোগদান করেন।পাকিস্থাতানী বাহিনীর বিরুদ্বে ঝাপিয়ে পড়ে। স্বাধীনতা যুদ্বে শহীদ দিয়ানত যখন মৃত্যুর পর্যায় তখন তার বন্ধুর কাছে বলছিল বন্ধু রব
তুই যদি বেচে থাকিস তাহলে আমার জন্য এমন কিছু করিস যা মানুষ আমার নাম চিরদিন শরণ করে।আ:রব তারপর মনে মনে কল্পনা করেন এবং শহীদ দিয়ানত আলীর নামে একটি কলেজ করেন তার নাম দেন মৃগী শহীদ দিয়ানত আলী ডিগ্রী কলেজ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস